আন্তর্জাতিক ডেস্ক : ডিএনসি লাইভ, পুরো ফিলাডেলফিয়া হিলারি...হিলারি স্লোগানে প্রকম্পিত হচ্ছে। সেখানে চলছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন।
এই সম্মেলনে তার ঐতিহাসিক ভাষণে হিলারি বলেছেন, `আমরা সবাই আমেরিকান। আমরা সবাই মিলে একটি শক্তি। আমাদের সকল সমস্যা আমরা সবাই মিলে সমাধান করবো’।
আমেরিকা কখনো এমন দেশ হবে না যেখানে, এক শতাংশ মানুষের হাতে ক্ষমতা থাকবে। আমরা কোনো ধর্মকেই নিষিদ্ধ করবো না। আমরা সকল আমেরিকান একসঙ্গে কাজ করবো।-বিবিসি
৩০ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই