আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বিমান হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করার জন্য আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘের কাছে অভিযোগ জানিয়েছে দামেস্ক। সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন কথিত সামরিক জোটের বিমান হামলায় অন্তত ৪০ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর এ অভিযোগ করল দামেস্ক।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও নিরাপত্তা পরিষদের সভাপতি ‘কোরো বেসশো’র কাছে পাঠানো আলাদা চিঠিতে এ অভিযোগ জানিয়েছে। চিঠিতে অবিলম্বে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পাশবিকতা চালানো ব্যক্তিদের বিচার দাবি করা হয়েছে। খবর প্যারিস টুডে।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় কৌশলগত আলেপ্পো প্রদেশের সহিংসতা-পীড়িত মানবিজ শহরের কাছে বৃহস্পতিবার মার্কিন বিমান হামলায় ৪৫ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই চিঠিতে দেশটির সরকার বিরোধী কথিত ‘মধ্যপন্থী বিদ্রোহী’দের প্রতি সমর্থন জানানোর জন্য ফ্রান্স, আমেরিকা, তুরস্ক, সৌদি আরব ও কাতারের সমালোচনা করেছে। চিঠিতে বলা হয়েছে, দামেস্ক সরকারের সঙ্গে সমন্বয় না করে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যেকোনো অভিযান চালানো হোক না কেন তা ব্যর্থ হবে।
৩০ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই