আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিতে জিও টেলিভিশনের সাবেক সাংবাদিক আফতাব আলমকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারী সন্ত্রাসীরা।
এ ঘটনা ঘটে বুধবার করাচির উত্তরাঞ্চলে তার বাড়ির কাছে। এ সময় তিনি নিজের বাসভবনের বাইরে গাড়ি নিয়ে বের হচ্ছিলেন।
স্থানীয় পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ফিরোজ শাহের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
ডিআইজি ফিরোজ শাহ বলেন, আফতাব তার সন্তানদের স্কুল থেকে আনতে করাচির ১১-সি এলাকার বাসভবন থেকে গাড়ি নিয়ে বের হলে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি আফতাবের একেবারে কপাল ভেদ করে।
তাকে উদ্ধার করে নিকটস্থ আব্বাসী শহিদ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদমাধ্যম বলছে, এ নিয়ে মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে দু’জন সাংবাদিক দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারালেন।
এর আগে মঙ্গলবার আরশাদ আলী জাফরি নামে জিও নিউজের আরেক সিনিয়র প্রকৌশলীকে গুলি করে হত্যা করা হয়। ওই হামলায় জাফরির গাড়িচালক আহত হন। সূত্র : ডন অনলাইন
৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম