রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ০৩:৩৮:৫৭

মুম্বাইয়ে বাড়ি ধসে মৃত ৭, আহত একাধিক

মুম্বাইয়ে বাড়ি ধসে মৃত ৭, আহত একাধিক

আন্তর্জাতিক ডেস্ক: বর্ষায় ফের মুম্বাইয়ে ধসে পড়ল বাড়ি। ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত একাধিক। এখনও পর্যন্ত ১৫ থেকে ২০ জনের ধংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে।

রবিবার ভোর পাঁচটা নাগাদ মুম্বাইয়ের ভিওয়ান্ডি এলাকায় এই ঘটনা ঘটে। তিন তলার ওই বাড়িতে অধিকাংশ মানুষই তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে দমকলের চারটি ইঞ্জিন। পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।

এর আগেও মুম্বইতে বাড়ি ধসে পড়ার ঘটনা ঘটেছে। এদিনের ঘটনার জন্য স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের কথায়, পুরনো বাড়িগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন৷ সেই কারণেই বারবার এই ধরণের ঘটনা ঘটছে। -সংবাদ প্রতিদিন
৩১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে