আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গোয়েন্দা পুলিশের সদর দপ্তরে দুটি আত্মঘাতী বোমা হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় সেখানে প্রায় আধা ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে বলে জানিয়েছে রয়টার্স।
ওই ভয়াবহ হামলায় দুই হামলাকারীসহ ৭জন নিহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠী আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
এ ঘটনা ঘটে আজ রোববার।
আল শাবাবের সামরিক মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, মোগাদিসুর সিআইডি ভবনের অভ্যন্তরে একটি গাড়িবোমা হামলা চালিয়েছে এক বন্দুকধারী। ভবনটির অভ্যন্তরে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে দলের কয়েকজন সশস্ত্র যোদ্ধা।
সোমালিয়ার স্থানীয় কর্মকর্তারাও এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
রোববার সকালে পুলিশের অপরাধী তদন্ত বিভাগের (সিআইডি) সদর দপ্তরের প্রধান ফটকে দুটি আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এরপরই ভবনের অভ্যন্তরে ঢুকে পড়ে কয়েকজন সশস্ত্র যোদ্ধা। দুপক্ষের মধ্যে শুরু হয় বন্দুকযুদ্ধ। পরে পুলিশের গুলিতে প্রাণ হারায় আরো দুই হামলাকারী।
হামলার পর এক টুইটার বার্তায় সোমালিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আবদিরিজাক মোহাম্মদ বলেন, সিআইডি ভবনে প্রবেশের চেষ্টা চালানোর সময় দুটি বোমা বিস্ফোরণে তিন হামলাকারী নিহত হয়। এ ঘটনায় পুলিশ বাহিনীর কেউ হতাহত হয়নি।
তবে বেশ কয়েকজন বেসামরিক হতাহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি তাদের সংখ্যা উল্লেখ করেননি।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রোববারের হামলায় দুই হামলাকারীসহ সাতজন নিহত হয়েছে। পুলিশ দপ্তরের সামনের সড়কে চারজন বেসামরিকের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। হামলায় ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মোগাদিসুতে গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় সন্ত্রাসী হামলা। গত মঙ্গলবার আফ্রিকান ইউনিয়নের সামরিক ঘাঁটিতে আল শাবাবের হামলায় ১৩ জন নিহত হয়েছেন।
৩১জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম