আন্তর্জাতিক ডেস্ক : অশান্ত হচ্ছে কাশ্মীর। আতঙ্ক বাড়ছে মেয়েদের। হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই তৈয়বার পক্ষ থেকে এবার মেয়েদের হুমকি দেয়া হয়েছে।
শহরের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটা হয়েছে। সেই সঙ্গে কিছু ভুঁইফোঁড় সংগঠনও আন্দোলনের নামে মাথাচাড়া দিয়ে উঠেছে।
তাদের পক্ষ থেকে ভয়ঙ্কর হুমকি দেয়া হয়েছে মেয়েদের। বলা হয়েছে, কাশ্মীর উপত্যকায় কোথাও মহিলাদের স্কুটি বা কোনোরকম টু'হুইলার চালাতে দেখা গেলে তাদের পুড়িয়ে মারা হবে। এ হুমকির স্বপক্ষে কিছু কিছু জায়গায় পোস্টারিংও করা হয়েছে।
গত প্রায় এক মাস ধরে জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। তার জেরে অশান্ত হয়ে উঠেছে উপত্যকা।
এরই মধ্যে মৃত্যু হয়েছে অন্তত ২৯ জনের। পরিস্থিতি সামলাতে পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
৩১জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম