রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ০৮:৪৮:২৭

কারাগারে বন্দী থেকে নিজের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন যিনি

কারাগারে বন্দী থেকে নিজের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন যিনি

নিউজ ডেস্ক : কারাগারে বন্দী থেকে নিজের থাকার জায়গাটিকে স্বর্গে পরিণত করেছেন তিনি।  তাও আবার যেনতেন বিলাসিতা নয়, কনফারেন্স রুম থেকে শুরু করে প্লাজমা টিভি, লাইব্রেরি, কিচেন, শীতাতপ নিয়ন্ত্রিত শোয়ার ঘর, বিলাসবহুল আসবাবপত্র- কী নেই সেখানে!

তিন কক্ষবিশিষ্ট সেলটিকে একেবারে পাল্টে দিয়েছেন ব্রাজিলের মাদকসম্রাট জার্ভিস শিমেন্স পাভাও। প্যারাগুয়ের একটি কারাগারে বন্দী থেকে নিজের এই স্বর্গরাজ্য গড়ে তুলেছেন তিনি।

শুধু তাই নয়, কারাগারের অন্য বন্দীরা এ কথা জানিয়েছেন, অর্থের বিনিময়ে নিজের কক্ষ ভাড়াও দিতেন পাভাও।  এক মাস থাকতে হলে কোনো বন্দীকে গুনতে হতো ৫ হাজার ডলার (৩ লাখ ৯০ হাজার টাকা)।

দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, পাভাওয়ের সেলগুলো এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে। পাভাও পালানোর পরিকল্পনা করছেন- এমন সংবাদের ভিত্তিতেই সেখানে অভিযান চালিয়ে এই স্বর্গরাজ্যের সন্ধান পায় পুলিশ।  মানি লন্ডারিং মামলায় কারাদণ্ড ভোগ করছিলেন পাভাও।  আগামী বছর তার মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেছে প্যারাগুয়ের পুলিশ।  পাভাওয়ের এক সহ-বন্দী বলেন, কারাগারে সে ছিল সবচে’ পছন্দের লোক।  তাকে সবাই ভালোই জানে।
৩১জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে