রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ১০:৫৮:২৭

ক্ষমতা হারালেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী

ক্ষমতা হারালেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : পার্লামেন্টে আস্থাভোটে পরাজিত হয়ে ক্ষমতা হারালেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবিব ইসিদ।  তিনি মাত্র দেড় বছর ক্ষমতায় ছিলেন।

এরই মধ্যে দেশটির অর্থনৈতিক ও নিরাপত্তা সমস্যা মোকাবেলায় ব্যর্থতার জন্য ৬৭ বছর বয়স্ক ইসিদকে তীব্র সমালোচনার মধ্যে পড়তে হয়েছে।

গতকাল শনিবার পার্লামেন্টে মোট ১১৮ জন সদস্য তাকে পদচ্যুতির পক্ষে ভোট দেন।  পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা এখনো নিশ্চিত হয়নি।  আগামীকাল সোমবার এ নিয়ে আলোচনা শুরু হবে।
৩১জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে