আন্তর্জাতিক ডেস্ক : ফেল দাম কমল পেট্রল ও ডিজেলের। রোববার রাত থেকে লিটার পিছু পেট্রলের দাম কমছে ১ টাকা ৪২ পয়সা এবং ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটারে ২ টাকা ১ পয়সা।
এ নিয়ে চলতি মাসে তিনবার দাম কমল। নয়াদিল্লিতে আজ রাত থেকে দাম কমবে। এ মুহূর্তে প্রতি লিটার পেট্রলের দাম ৬২ টাকা ৫১ পয়সা আর কমে হবে ৬১ টাকা ৯ পয়সা।
এখন এক লিটার ডিজেলের দাম ৫৪ টাকা ২৮ পয়সা এবং তা কমে হবে ৫২ টাকা ২৭ পয়সা। এর আগে ১৬ জুলাই শেষবারের মতো দাম কমেছিল পেট্রল-ডিজেলের।
দাম কমার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইন্ডিয়ান অয়েল কোম্পানির তরফে।
৩১জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম