রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ১১:১৬:৫৩

ভয়াবহ বজ্রপাতে ৩০ জন নিহত

ভয়াবহ বজ্রপাতে ৩০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ওড়িশায় ভয়াবহ বজ্রপাতে মারা গেছেন ৩০ জন।  আহতের সংখ্যা ৩৫ ছাড়িয়েছে।  সারা রাজ্যজুড়েই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ওড়িশা পুলিশ।

সবথেকে বেশি ম়ৃত্যুর ঘটনা ঘটেছে ভদ্রক জেলায়। এখানে মৃতের সংখ্যা আট।  বালেশ্বর, খুরদা, ময়ূরভঞ্জ,  কেওনঝড়, জাজপুর, কেন্দ্রাপাড়া, নয়াগড়ের মতো জেলাগুলোতেও মৃতের সংখ্যা একাধিক।

এর আগে বিহার ও উত্তরপ্রদেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল এ ধরনের বজ্রপাতে।

এই চরম প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রেহাই দিতে যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধার ও ত্রাণের কাজ শুরু হয়েছে।  

রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের প্রতি সমবেদনা জানিয়েছেন।  আবহাওয়া বিশেষজ্ঞরা এখনও দুর্যোগের কারণ হিসেবে নির্দিষ্ট করে কিছু জানাননি।

তবে যেহেতু রাজ্যের একটা বৃহৎ অংশই উপকূলবর্তী এলাকা, তাই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা অনেকটা বেড়ে যায় বলে জানিয়েছেন তারা।
৩১জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে