আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত বক্তব্য আর মন্তব্যের জন্য অনেক সময় কঠোর সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
এবার একটি টুইটবার্তার জন্য সংবাদের আধেয় হয়েছেন তিনি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনকে বিদ্রুপ করে দেয়া ওই টুইটবার্তায় ট্রাম্প তিনটি বানান ভুল করেছেন বলে দাবি করেছে ডেমোক্রেট শিবির।
ডেমোক্রেটরা ওই তিনটি শব্দ তুলে ধরে অনলাইন আর অফলাইনে ট্রাম্পকে নিয়ে ব্যাপক হাসি-ঠাট্টা শুরু করেছেন।
ডেমোক্রেটদের দাবি, ট্রাম্প টুইট বার্তায় loose এর পরিবর্তে লিখেছেন ‘lose’, ‘instincts’ এর পরিবর্তে ‘insticts’।
এছাড়া ‘judgment’ বানানটি যুক্তরাষ্ট্রে ‘judgment’ লেখা হলেও ট্রাম্প ‘judgement’ লিখেছেন।
১ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ