আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার হুমকি দিয়েছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএস। পাশাপাশি রাশিয়াও হামলা চালানো হবে বলে আইএসের একটি প্রচারণা ভিডিওতে হুমকি দেয়া হয়। নয় মিনিটের এ ভিডিও ইউ টিউবে প্রকাশ করা হয়েছে।
ভিডিও’তে দেখা যায়, মুখোসধারী এক ব্যক্তি মরুভূমির মধ্য দিয়ে গাড়ি চালাতে চালাতে এ হুমকি দিয়েছে। এতে বলা হয়েছে, শুনে রাখা পুতিন, আইএস রাশিয়ায় ঢুকে তোমার বাসভবনে তোমাকে হত্যা করবে।
অবশ্য ভিডিও বার্তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি। কিন্তু বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বার্তা আদানপ্রদানের কাছে ব্যবহৃত অ্যাপস টেলিগ্রামের একটি একাউন্টে ভিডিও বার্তার একটি লিংক প্রকাশ করা হয়েছে। আইএসের সঙ্গে সম্পর্কিত গোষ্ঠী এ একাউন্টটি ব্যবহার করে।
২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আইএস এবং আল-কায়েদা সম্পর্কিত আন নুসরা ফ্রন্টের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুরোধে এ অভিযান শুরু করা হয়।
১ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই