আন্তর্জাতিক ডেস্ক : অভিযোগ জানাতে থানায় এসেছিলেন এক যুবক। আর তাকে দিয়েই পা টেপানোর অভিযোগ উঠল এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনা ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের মোহনলাল গঞ্জ পুলিশ স্টেশনের।
সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত পুলিশ কর্মকর্তর নাম রামযজ্ঞ যাদব। তিনি ওই থানার হেড কনস্টেবল পদে কর্মরত। তবে ছবিতে দেখা গেছে তিনি কনস্টেবল হলেও সিনিয়র পুলিশ অফিসারের উর্দি পরে রয়েছেন। সূত্রের খবর, ওই কনস্টেবল বেআইনিভাবে ওই উর্দি ব্যবহার করেছেন।
এদিকে, যে যুবককে পা টিপতে দেখা গেছে তার পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।
তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছে তা জানা যায়নি। ১৬ জুলাইয়ের আগে এই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে। তবে এই সংক্রান্ত ছবি ও ভিডিওটি সামনে আসার পর তা ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। নড়চড়ে বসে জেলা পুলিশও। অভিযুক্ত কনস্টেবল রামযজ্ঞ যাদবকে সাসপেন্ড করা হয়েছে।
১ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই