বুধবার, ০৩ আগস্ট, ২০১৬, ০১:২১:১০

৫ বছরের ছেলেকে নিয়ে আইএসে যোগ দিতে যাওয়া ইয়াসমিন বিমানবন্দরে আটক

৫ বছরের ছেলেকে নিয়ে আইএসে যোগ দিতে যাওয়া ইয়াসমিন বিমানবন্দরে আটক

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লি থেকে ধরার চেষ্টা করছিলেন আফগানস্তানের বিমান। ইচ্ছা ছিল, সেখান থেকে তুরস্ক বা সিরিয়ায় গিয়ে আইএসে নাম লেখাবেন। আইএসে সামিল হয়ে বিশ্বময় শরিয়তি সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন। কিন্তু বাদ সাধলো পুলিশ।

আইএসের দ্বারা মগজধোলাই হওয়া ভারতের বিহারের ২৮ বছরের ইয়াসমিন ঠিকানা তাই আপাতত সিরিয়া নয় পুলিশ হেফাজত। ৫ বছরের ছেলেকে নিয়ে দিল্লি ইন্দিরা গান্ধী বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন তিনি। জানা গেছে, ‘প্রকৃত’ ইসলামের স্পর্শ পেতে তিনি আইএসে যোগ দিতে চেয়েছিলেন।

পুলিশ সন্দেহ করছে, এই মহিলার সঙ্গে আইএসে যোগ দিতে কেরালা থেকে বেপাত্তা হওয়া ২১ জনের সম্পর্ক রয়েছে। ইয়ামিনকে তালাক দিয়েছে তার স্বামী। তবে মনে করা হচ্ছে. ২১ জনকে কেরালা থেকে আইএসে যোগ দিতে পাঠানো আবদুল রশিদের তিনি প্রথম স্ত্রী। আফগানিস্তান থেকে রশিদই ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ করে। ভারতীয় গোয়েন্দারা আগেই জানতে পেরেছিল, ওই মহিলা দিল্লি বিমানবন্দর থেকে কাবুলের বিমান ধরবেন।

দিল্লী পুলিশ জানিয়েছে, গত মাসেই বাচ্চাকে নিয়ে পাটনা (বিহারের রাজধানী) থেকে দিল্লি এসে পৌঁছান ইয়াসমিন। প্রথমে তাকে আটকানো হয় ইমিগ্রেশন ডিপার্টমেন্টে, সেখানে তিনি হাঙ্গামা শুরু করেন। তারপর তুলে দেওয়া হয় দিল্লি পুলিশের হাতে। দিল্লি পুলিশ আবার তাকে কেরালা পুলিশের জিম্মায় দিয়েছে। কেরালা থেকে যারা আইএসে যোগ দিতে গেছে তাদের সঙ্গে সম্পর্ক থাকায় কেরালা পুলিশও এই ইয়াসমিনকে খুঁজছিল। এর জন্য লুকআউট নোটিশও জারি করে তারা। আবদুল রশিদই তাকে কট্টরপন্থায় ঝুঁকতে উৎসাহিত করে বলে খবর। ইয়াসমিনের অবশ্য দাবি, ‘কোরআন হাদিস’ মেনে জীবনযাপন করতেই দেশ ছেড়ে আইএসে যোগ দিতে যাচ্ছিলেন তিনি।

৩ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে