বুধবার, ০৩ আগস্ট, ২০১৬, ০২:১১:২৩

তথ্যপাচারের অভিযোগে কারাদণ্ড এফবিআই এজেন্টের

তথ্যপাচারের অভিযোগে কারাদণ্ড এফবিআই এজেন্টের

আন্তর্জাতিক ডেস্ক : ছিলেন মার্কিন গুপ্তচর। কিন্তু চীনে ‘ডাব্‌ল এজেন্ট’-এর কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন আমেরিকার ‘ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন’ (এফবিআই)-এর এজেন্ট কুন শান চুন। তিনি প্রচুর গোপন তথ্য পাচার করেছেন বলে অভিযোগ।

গত মার্চেই তাকে গোপনে গ্রেফতার করা হয়েছিল। সোমবার যুক্তরাষ্ট্রে একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। জন্মসূত্রে চীনা কুনকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতে ৪৬ বছর বয়সী কুন নিজেও স্বীকার করেছেন, তাকে বিলাসবহুল হোটেলে দিনের পর দিন ফোকট্‌সে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন চীনের সরকারি কর্মকর্তারা। তাকে নিয়মিত ভাবেই অর্থ জুগিয়ে যাওয়া হোত। আর অবাধে করতে দেওয়া হোত নারী-সঙ্গ। এ সবের বিনিময়ে প্রচুর গোপন তথ্যাদি তিনি বেজিংয়ে চীনের সরকারি কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছিলেন।

৩ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে