বুধবার, ০৩ আগস্ট, ২০১৬, ১১:৫৪:৫১

কাস্মীরের এই ছবিটি নিয়ে গোটা বিশ্বে তোলপাড়

কাস্মীরের এই ছবিটি নিয়ে গোটা বিশ্বে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক : কচি বাচ্চা। টেনেটুনে না হয় ৫ই হবে বয়স। এই বয়সেই সোহরাব-রুস্তুমের কতা স্মরণ করিয়ে দিলো সবাইকে। ভারত অধিকৃত কাশ্মিরের জনপ্রিয় স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির (২২) মৃত্যুর পর থেকে কাশ্মীরিদের প্রতিবাদ-বিক্ষোভ চলছে ২৪ দিন ধরে।

নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অনেক স্বাধীনতাকামী। আহত শতাধিক। সেখানে জারি করা হয় কারফিউ। সবকিছুর মধ্যে নির্ভীক এই মাসুম বাচ্চাটি। কি দিয়ে তিনি করবেন পুলিশি হামলার প্রতিবাদ? হাতে রয়েছে তার খেলনা গুলতি। কাস্মীরের এই ছবিটি নিয়ে গোটা বিশ্বে তোলপাড়।

সামনে দাঁড়ানো নিরাপত্তাবাহিনীর দিকে প্লাস্টিকের গুলতিটি তাক করা।  নিরাপত্তারক্ষীদের সাথে খেলায় মেতে আছে এই পুঁচকে।'  এক ফটোগ্রাফার এই ছবিটি তুলে ছেড়েছেন ফেসবুকে। ছবি ঘিরে বিতর্ক।  

শিশুর ভূমিকাকে নিছক খেলা হিসাবে দেখতে রাজি নন সাবেক আইপিএস অফিসার সঞ্জীব ভট্ট। ২০০২ সালের গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদির ভূমিকা ছিল বলে অভিযোগ এনেছিলেন সঞ্জীব।
 
তিনি টুইট করেন, ‘যখন একটি শিশু পুলিশের দিকে গুলতি তাক করে, তখন বুঝতে হবে যে কাশ্মীরে আমাদের কোথাও ভুল হচ্ছে’! প্রসঙ্গত, কাস্মীরের অস্থিরতা সম্পর্কে সবারই জানা। এই শিশুটিও চায় শান্তিতে বসবাস করতে। শিশুটির ভূমিকা যেন এটাই নির্দেশ করে।
৩ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে