আন্তর্জাতিক ডেস্ক : সফল পরীক্ষার্থীদের তালিকা প্রকাশিত হলেও এখনো চাকরিতে বহাল হননি কেউ। দীর্ঘদিন বিক্ষোভ চালিয়েও তাতে ফল মেলেনি। দাবি আদায়ে এবার আত্মহত্যার হুমকি দিলেন হতাশ চাকরিপ্রার্থীরা।
২০১০ সালে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নে চাকরির পরীক্ষায় সফল প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়। কিন্তু এখনো পর্যন্ত তাদের কেউ চাকরি পাননি।
প্রতিবাদে বেশকিছু দিন ধরে বিক্ষোভ আন্দোলনে নামেন চাকরিপ্রার্থীরা। গত ৬ দিন ধরে ত্রিভান্দ্রম সেক্রেটারিয়টে অনশন আন্দোলন শুরু করেছেন বিক্ষুব্ধ প্রার্থীরা। তাতেও সাড়া না পেয়ে এবার আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
অনশনকারীদের মধ্যে জিনেশ ও মনোজ নামে দুই যুবক একটি উঁচু গাছে উঠে এবং বাকিরা বহুতল বাড়ির ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন।
জিনেশদের দেখে আতঙ্কে দিশেহারা গোটা ত্রিভান্দ্রম শহর। পুলিশ এবং দমকল অনেক চেষ্টা করলেও তাদের শান্ত করা যায়নি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
প্রতিবাদীদের সঙ্গে এরই মধ্যে আলোচনায় সমাধান খোঁজার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন এবং স্বরাষ্ট্রসচিব নলিনী নেটো। কিন্তু সেই চেষ্টাও বিফলে।
বিক্ষুব্ধদের সঙ্গে ফের বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। গাছ এবং বহুতল থেকে নেমে এসে আলোচনায় অংশগ্রহণ করতে তাদের আহ্বান জানিয়েছেন বিজয়ন।
তাতে সাড়া দিয়ে গাছের মগডাল থেকে এক প্রতিবাদী নেমে আসেন। কিন্তু কিছুক্ষণ কথা বলার পর তিনি জানান, শেষ পর্যন্ত কোনো সমাধান খুঁজে পাওয়া মুশকিল। এ কারণে ফের প্রতিবাদে নামেন তিনি।
এর মধ্যে গাছের মগডালে থাকা আরেক প্রতিবাদীর মাথা ঘুরতে শুরু করায় অসুস্থবোধ করেন। তাকে নিরাপদে নামিয়ে আনেন দমকল কর্মীরা। তবে আন্দোলন এখনো জারি রয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ছয় মাস আগে একই ইস্যুতে বিক্ষোভ আন্দোলন শুরু করেন দুই চাকরিপ্রার্থী। তাদের সঙ্গে কথা বলে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন জেলাশাসক। বলা বাহুল্য, তিনিও কথা রাখতে পারেননি।
৩ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম