বুধবার, ০৩ আগস্ট, ২০১৬, ০৭:০৭:৫৪

মাঝআকাশে অল্পের জন্য রক্ষা পেল দুই বিমানের ৩০০ যাত্রী

মাঝআকাশে অল্পের জন্য রক্ষা পেল দুই বিমানের ৩০০ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক : মাঝআকাশে ধাক্কা লাগলো ইন্ডিগোর দুই বিমানে।  তবে বড়সড় দুর্ঘটনা এড়াতে পেরেছে বিমান দুটি।  গুয়াহাটির আকাশে একেবারে কাছাকাছি এসে যায় দুটি বিমান।

একটি গুয়াহাটি থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিল আর অপরটি মুম্বাই থেকে গুয়াহাটির দিকে আসছিল।  দুই বিমানে ছিলেন অন্তত ৩০০ যাত্রী।

ইন্ডিগোর তরফে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রচণ্ড বৃষ্টির জন্য মুম্বাই থেকে গুয়াহাটিগামী  6E 813 ইন্ডিগো বিমানটি চালাতে পাইলটদের খুব অসুবিধা হচ্ছিল।

এর ফলে ২৫০-৩০০ ফুট উচ্চতায় উঠতে হয় বিমানটিকে।  একই ঘটনা ঘটে অন্য একটি এয়ারক্রাফট 6E 813-এর ক্ষেত্রেও।

চারজন যাত্রী ও দু’জন এয়ারহোস্টেস অসুস্থ হয়ে পড়ে।  পরে নিরাপদে অবতরণ করে বিমান দুটি।
৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে