বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০১৬, ০৮:৩০:৫০

ব্রিটেনের অভিযোগ ডাহা মিথ্যা: ইরান

ব্রিটেনের অভিযোগ ডাহা মিথ্যা: ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের বিদ্রোহী গ্রুপ আনসারুল্লাহ যোদ্ধাদের কাছে ইরানি অস্ত্র পাঠানোর খবর ডাহা মিথ্যা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অস্ত্র পাঠানোর বিষয়ে অভিযোগ করার পর তিনি এ কথা বললেন।

ইরানি মুখপাত্র বলেন, ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপের নীতি পরিষ্কারভাবে ফুটে ওঠে।

বাহরাম কাসেমি বলেন, ইরানের নীতি হচ্ছে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করা। কিন্তু দুঃখজনকভাবে এ অঞ্চলে পশ্চিমা দেশগুলো তাদের সেনা উপস্থিতি ধরে রেখেছে। এর ফলে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থার উত্থান ঘটছে।

বাহরাম কাসেমি জোর দিয়ে বলেন, বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ বন্ধ হলে এ অঞ্চলের দেশগুলো সম্মান, সার্বভৌমত্ব ও পারস্পরিক আস্থার ভিত্তিতে নিজেদের মধ্যে আলোচনা করে সহজেই সংকটের সমাধান করতে পারে।
০৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে