আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের কেন্দ্রস্থল রাসেল স্কয়ারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীর ছুরিকাঘাতে একজন নারী নিহত এবং আহত হয়েছেন আরো ৬জন।
স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৩৩ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সর্বশেষ অবস্থা জানতে অপেক্ষা করার কথা বলছে পুলিশ।
রাসেল স্কয়ারে এই ছুরিকাঘাতের ঘটনাকে সম্ভাব্য ‘জঙ্গি হামলা’ বলে মনে করা হচ্ছে। ওই হামলায় এক নারী নিহত হয়েছেন, তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে রাসেল স্কয়ারে হামলা হয়। এ হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে ছুরি হাতে তাকে লোকজনের ওপর হামলা করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, এটি ‘জঙ্গি হামলা’ হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হামলার পরপরই রাসেল স্কয়ারের সামনে কয়েকটি অ্যাম্বুলেন্স আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
লন্ডনজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
০৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম