আন্তর্জাতিক ডেস্ক: হোমওয়ার্ক না করায় সাত বছরের এক নাবালিকা ছাত্রীকে বেধড়ক মেরেছেন গৃহশিক্ষিকা। ওই নাবালিকার নাম ভাবনা, বেঙ্গালুরুর সেন্ট জোসেফ স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সে।
তার বাবা সুভাষ নগরের নেলামঙ্গলার বাসিন্দা শিবকুমার, পেশায় ছোট ব্যবসায়ী। তিনি তাঁর মেয়েকে পড়তে পাঠাতেন ওই এলাকারই বাসিন্দা লাথার কাছে। আর সেই শিক্ষিকাই চামড়ার বেল্ট দিয়ে বেধড়ক মারেন ওই ওই নাবালিকাকে৷
ইতিমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে বালিকার পরিবার৷ ওই শিক্ষিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ও ৫০৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গত পনেরো বছর ধরে প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত রয়েছেন ওই শিক্ষিকা এবং এলাকায় তাঁর পড়ানোর খ্যাতিও রয়েছে যথেষ্ট।
পুলিশ সূত্রে খবর, এর আগেও ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে পড়া না পারা ছাত্র-ছাত্রীদের মারতেন তিনি৷ কিন্তু সবসময়ই পড়ুয়াদের বাবা-মা তাঁদের সন্তানদের দোষ ভেবেই ঘটনার কোনও প্রতিবাদ করেননি।অনেক অভিভাবকই আঘাতের চিহ্ন দেখে অভিযোগ করেছেন, কিন্তু কেউ সরাসরি পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি, জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
০৪ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস