বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০১৬, ০৫:৪৯:০২

পাকিস্তানকে কঠিন শিক্ষা দিল আমেরিকা!

পাকিস্তানকে কঠিন শিক্ষা দিল আমেরিকা!

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাস দমনে কড়া পদক্ষেপ না নেয়ার কারণে এবার পাকিস্তানকে কঠিন শিক্ষা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তান সেনাবাহিনীকে ৩ কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তা দেয়া হবে না বলে জানিয়ে দিল পেন্টাগন।

মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টার জানিয়েছেন, কুখ্যাত জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হচ্ছে, তা মার্কিন কংগ্রেসকে জানায়নি পাকিস্তান। তাই পাকিস্তান সেনাবাহিনীকে এবছর কোনো আর্থিক সাহায্য দেয়া হবে না।

পাক-মার্কিন সম্পর্ক গত একদশক ধরেই অম্ল-মধুর। মার্কিন প্রশাসনের বক্তব্য, আফগান তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি গোষ্ঠীগুলিকে শেষ করতে পাকিস্তানের সদিচ্ছার অভাবে তারা বীতশ্রদ্ধ। পেন্টাগনের এক মুখপাত্রের কথায়, 'জঙ্গি দমনে পাকিস্তানের সদিচ্ছার অভাব রয়েছে। তাই পাকিস্তান সেনাবাহিনীর জন্য বরাদ্দ তহবিল পাকিস্তান সরকারকে না দেয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব।'

পেন্টাগনের দেয়া তথ্য অনুযায়ী, জঙ্গি দমনে কয়েকটি দেশকে আর্থিক সহায়তা দেয় পেন্টাগন। সেই তহবিলে ২০০২ থেকে পাকিস্তানকে এখনো পর্যন্ত ১ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার দেয়া হয়ে গিয়েছে।
৪ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে