আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বিদেশী পর্যটকবাহী একটি গাড়িবহরের উপর হামলা করেছে সন্দেহভাজন জঙ্গিরা। হামলায় অন্তত ছয়জন আহত হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
আফগান কর্মকর্তারা বলছেন, সেনাবাহিনীর প্রহরায় বিদেশী পর্যটকদের একটি গাড়ি হেরাত শহরের দিকে যাচ্ছিল। এ সময় তাদের উপর ওই হামলার ঘটনা ঘটে।
চেশত-ই-শরিফ জেলার একটি সড়কে ওই হামলাটি করা হয়। পর্যটকদের মধ্যে আটজন ব্রিটিশ, তিনজন মার্কিন এবং একজন জার্মান নাগরিক রয়েছে। তবে কারা এই হামলার জন্য দায়ী, তা এখনো জানা যায়নি। এখনো কোনো সংগঠন এই হামলার দায় শিকার করেনি।
আফগানিস্তানে অব্যাহত সহিংসতা সত্ত্বেও, প্রতিবছর দেশটিতে কিছু পর্যটক আসছেন। প্রাচীন সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বামিয়ান প্রদেশ তাদের বেশি পছন্দ।-বিবিসি
৪ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই