শুক্রবার, ০৫ আগস্ট, ২০১৬, ০১:০১:২২

রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান‌

রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান‌

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির বারগামো বিমাবন্দরে অবতরণ করার সময় একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এসময় বিমানটির ভিতরে ছিল কয়েকজন ক্রু।
 
স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ দুর্ঘটনায় বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।
 
স্থানীয় সিভিল এভিয়েশন এবং ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানানো হয়েছে, ওই কার্গোটিতে থাকা তিনজন ক্রুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
০৫ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে