শুক্রবার, ০৫ আগস্ট, ২০১৬, ০৩:৫১:০২

আসামে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ১৪, আহত ২০

আসামে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ১৪, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামের কোকরাঝাড়ে একটি জনবহুল বাজারে বন্দুকধারী জঙ্গিদের হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো অন্তত ২০ আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরো কাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার সকালে কোকরাঝাড়েরর বালাজান তিনালি বাজারে হঠাৎ করেই একদল জঙ্গি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই মারা যায় ১৪ জন। গুরুতর আহত হয়েছেন ২০ জন।

সেনাসূত্রের বরাত দিয়ে ফার্স্টপোস্ট জানায়, সেনাবাহিনীর পোশাক পরে তিনজন জঙ্গি হামলায় অংশ নেয়। তাদের গুলিতে ১৩ জন নিহত হয়। খবর পেয়ে ভারতীয় নিরাপত্তারক্ষীরা দ্রুতই ঘটনাস্থলে পৌছেঁ যা। তাদের পাল্টা গুলিতে নিহত হয় এক জঙ্গি। এ সময় জঙ্গিদের ব্যবহৃত একটি এ কে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়।

এদিকে টুইটারে দেয়া এক বার্তায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, পরিস্থিতি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী সর্বান্দ স্যানালের সঙ্গে তার কথা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে পরিস্থিতি পর্যালোচনা করছে।

এখনও আসামে এই হামলা দায় স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠি।
০৫ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে