মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৬:৩৪

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি ব্র্যাক ব্যাংকে

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি ব্র্যাক ব্যাংকে

এমটিনিউজ২৪জবস : বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ব্যাংকে সাপ্লাই চেইন ফিন্যান্সিং বিভাগে কর্মী নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

পদের নাম: সিনিয়র ম্যানেজার/ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার, কাস্টমার রিলেশনশিপ, সাপ্লাই চেইন ফিন্যান্সিং

পদসংখ্যা: অনির্ধারিত

গ্রেড: এসও টু এফএভিপি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। ফিন্যান্সিয়াল সার্ভিসে সিনিয়র ম্যানেজার পদের জন্য তিন বছর/ম্যানেজার পদের জন্য পাঁচ চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। করপোরেট রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ফিন্যান্সিং ও অ্যাসেট রিলেটেড ব্যাংকিং প্রোডাক্টস সম্পর্কে বিস্তর জানাশোনা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। গ্রাহককেন্দ্রিক মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন: আলোচনা সাপেক্ষে

আগ্রহী প্রার্থীরা এই লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৫।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে