শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১১:১৬:২৮

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন ৩ মে পর্যন্ত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন ৩ মে পর্যন্ত

এমটিনিউজ২৪জবস : বাংলাদেশ সেনাবাহিনী ২৮তম ডিএসএসসি (স্পেশাল পারপাস)-এএমসি (পুরুষ/মহিলা) কোর্সে কমিশন্ড অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি) কর্তৃক স্বীকৃত এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। নেফ্রোলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট, কার্ডিওলজিস্ট, নিউরোমেডিসিন, ইন্টারনাল মেডিসিন, কলোরেক্টাল সার্জন (নারী), কার্ডিয়াক সার্জন, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা আবেদন করতে পারবেন।

অন্যান্য যোগ্যতা
প্রার্থীকে বিবাহিত/অবিবাহিত হতে হবে। ২০২৫ সালের ১ জুলাই তারিখে বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ও প্রসারণ ৩২ ইঞ্চি, ওজন ৫৯ কেজি। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট, বুকের মাপ স্বাভাবিক ২৮ ও প্রসারণে ৩০ ইঞ্চি, ওজন ৪৯ কেজি।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের ওপরে ডান দিকে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে ২৮তম ডিএসএসসি (স্পেশাল পারপাস)-এএমসি কোর্সে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে কোনো অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বরে (০১৭১৩১৬১৯৭৯) সরাসরি যোগাযোগ করা যাবে।

আবেদনকারী প্রার্থীদের টেলিটক, ভিসা বা মাস্টারকার্ড, ট্যাপ, বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে ১,০০০ টাকা আবেদন ফি এবং ১,০০০ টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট ২,০০০ টাকা জমা দিতে হবে। আবেদনপ্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল–আপ লেটার পাওয়া যায়। বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

নির্বাচনপদ্ধতি
মৌখিক পরীক্ষা: আগামী ১২ থেকে ১৪ মে ২০২৫ তারিখে ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করে প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার সঙ্গে বহন করবেন। মৌখিক পরীক্ষার সময় সব পরীক্ষা সার্টিফিকেট ও মার্কশিটের মূলকপি (এসএসসি/ও লেভেল, এইচএসসি/এ লেভেল, এমবিবিএস, ইন্টার্নশিপ, বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড, এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি অথবা সমমান এবং কল-আপ লেটার) প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।

আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসসি) পরীক্ষা: অংশগ্রহণের প্রয়োজন নেই।

চূড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদান: উপরোক্ত পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে শূন্য আসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের সেনাবাহিনী সদর দপ্তর, এজি’র শাখা, পিএ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং পরে যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। বিএমএতে সম্ভাব্য যোগদানের তারিখ ২৬ জুন ২০২৫।

প্রশিক্ষণ ও কমিশন
বিএমএ প্রশিক্ষণ: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা ট্রেইনি অফিসার হিসেবে বিএমএতে ১০ সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবেন।

কমিশন ও পশ্চাৎ প্রবীণতা: কৃতকার্যের সঙ্গে প্রশিক্ষণ শেষে মেজর পদে কমিশন লাভ করবেন। বিএমএতে যোগদানের তারিখ থেকে আট বছর পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে।

সুযোগ–সুবিধা
সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসাররা বেতন–ভাতা প্রাপ্ত হবেন। কমিশন পাওয়ার পর অফিসাররা ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন; নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান পাওয়ার সুযোগ পাবেন; সামরিক হাসপাতালে উন্নত মানের চিকিৎসাসুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ পাবেন; নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ, ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে যোগ্যতা অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।

আবেদনের শেষ তারিখ: ৩ মে ২০২৫।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে