বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ০৩:২৭:৩৯

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ব্র্যাকে, আবেদন ২৪ মার্চ পর্যন্ত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ব্র্যাকে, আবেদন ২৪ মার্চ পর্যন্ত

এমটিনিউজ২৪জবস : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। সংস্থাটির প্রজেক্ট অফিসার, ফিল্ড অফিসার, এফএসএসএল, এইচসিএমপি পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। চাকরি পাওয়ার ক্ষেত্রে কম্পিউটারে দক্ষতা অর্জনকারীরা অগ্রাধিকার পাবেন।

ব্র্যাকে এসব পদের জন্য গত ১৮ মার্চ থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ মার্চ পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে  https://www.brac.net এই লিংকে ঢুকে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
 
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
 
চাকরির ধরন: বেসরকারি চাকরি, চুক্তিভিত্তিক 

পদের নাম: প্রজেক্ট অফিসার, ফিল্ড অফিসার, এফএসএসএল, এইচসিএমপি

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: কৃষিতে ডিপ্লোমা

অন্যান্য যোগ্যতা: ভালো যোগাযোগ ও রিপোর্ট লেখা এবং কম্পিউটারে দক্ষতা। মোটরসাইকেল চালানো জানা এবং বৈধ লাইসেন্স থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছর

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: কক্সবাজার (কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: সাপ্তাহিক দুই দিন ছুটি, বছরে দুটি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং আরও অন্যান্য সুবিধা সংস্থার নীতিমালা অনুসারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে