এমটিনিউজ২৪জবস : নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটির করপোরেট ফাইন্যান্স বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ২৪ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল ঢাকা ও চট্টগ্রামে।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ২টি ছুটি, বিমা, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতি অনুসারে অন্যান্য সুবিধা দেয়া হবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়সীমা: আগামী ২১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।