বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪৬:৪৩

শর্টফিল্মে একসঙ্গে শাহরুখ ও জিৎ

শর্টফিল্মে একসঙ্গে শাহরুখ ও জিৎ

বিনোদন ডেস্ক : মাত্র ১৭ বছর বয়স৷ আর এই বয়সেই কলকাতার তাবড় সেলিব্রিটিদের একসঙ্গে এনে ফেলেছেন মহিমা বর্মা৷ তার তৈরি দশ মিনিটের শর্ট ফিল্মে৷ কে নেই সেখানে! শাহরুখ খান, জিত, সব্যসাচী মুখোপাধ্যায়, প্রীতি প্যাটেল, ঊষাউত্থুপ, রাজ মহতানি, তনুশ্রী শঙ্কর, নারায়ণ সিনহা, বিক্রম ঘোষ-সবাই এরা উপস্থিত৷ ছবির নাম 'কলকাতা মাই হার্ডবিড'৷ কলকাতা নিয়ে শর্টফিল্ম এই প্রথম নয়৷

কিন্তু কাহানি মে টুইস্ট হল পুরো ফিল্মটা শ্যুট করা হয়েছে আই ফোন ক্যামেরা দিয়ে৷ কোনও প্রফেশনাল ক্যামেরা ব্যবহার করা হয়নি৷ প্রথম শর্ট ফিল্ম কলকাতার ওপরই কেন? লোরেটো হাউস-এর ক্লাশ টুয়েলভ-এর ছাত্রী মহিমার উত্তর, 'এটা আমার শহর আমি এখানেই জন্মেছি৷ তাই প্রথম ফিল্মে কলকাতার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করেছি'৷ ফিল্ম তো যথেষ্ট প্রসংসিত৷ মেকিং নিয়েও কথা বলছেন সবাই৷

 'হ্যাঁ, সবার খুব পছন্দ হয়েছে৷ আমি এতোটা স্বতঃস্ফূর্ত ভালোবাসা পাব আশাই করিনি৷ সবাই যে আমার এই ফিল্মের ফিচারড হতে রাজি হবেন, এটাও ভাবিনি'- লাজুক উত্তর মহিমার৷ এডিটিংটা অবশ্য নিজে করেননি তিনি৷ ৩ হাজার ভিডিও থেকে এডিট করে মাত্র ৩০০টা ভিডিও নিয়ে তৈরি করা হয়েছে এই ফিল্ম৷ ছবির মিউজিক নেওয়া হয়েছে বিক্রম ঘোষ আর পিট লকেটের অ্যালবাম 'কিংডম অফ রিডিং' থেকে৷

যে সব সেলিব্রিটিরা এই ফিল্মে অংশ নিলেন, তারা কী বলছেন মহিমা সম্পর্কে? 'প্রথমেই মহিমার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই৷ এত অ্যাডভান্স ক্যামেরা থাকতেও শুধুমাত্র মোবাইল ক্যামেরা ব্যবহার করে যে এরকম একটা ফিল্ম তৈরি করা যায় আমি ভাবতেও পারিনি'- জানাচ্ছেন নৃত্যশিল্পী প্রীতি প্যাটেল৷ 'মহিমার সঙ্গে আমার পরিচয় শামলুদির মাধ্যমেই (প্রসঙ্গত, মহিমা কাঁথা স্টিচ এক্সপার্ট সামলু দুদেজার নাতনী)৷ আমার বলেছিল ওয়ার্কশপে চলো, আমি বেশিক্ষণ সময় নেবো না৷ আমার কাজের পরিধি ব্যাপক৷ সেটা ও পাঁচ মিনিটে মোবাইল ক্যামেরায় আবদ্ধ করতে পারবে ভাবতেই পারিনি'- জানাচ্ছেন শিল্পী নারায়ণ সিনহা৷

বিক্রম ঘোষের মতে, 'মহিমার পরিবারের সঙ্গে আমার অনেকদিনের পরিচয়৷ যখন কেউ কোনও ভালো কাজ করেন, তার আত্মপ্রত্যয়েই সেটা প্রমাণিত হয়৷ তাই যখন মহিমা আমাকে মিউজিকের কথা বলে আমি যথেষ্ট গুরুত্ব দিয়েই শুনি৷ এবং রাজিও হয়ে যাই৷ পরে যখন ফিল্মটা দেখি, বুঝতে পারি ভালো সিদ্ধান্তই নিয়েছি৷ মোবাইলের ক্যামেরায় তোলা হলেও ফিল্মের রেজিলিউশন আর প্রফেশনাল স্ট্যার্ন্ড দেখে সেটা বোঝাই যাচ্ছে না৷'

নৃত্য শিল্পী তনুশ্রী শঙ্করও জানাচ্ছেন, 'খুব ভালো প্রয়াস আমি খুব খুশি হয়েছি মহিমার এই শর্ট ফিল্মের অংশ হতে পেরে৷ ও একদিন ফোনে আমাকে অ্যাপ্রোচ করে এবং আমিও রাজি হয়ে যাই৷' এই ফিল্মের পর কলকাতাকে কি আরও একটু বেশি আপন মনে হচ্ছে? মহিমার উত্তর, 'কলকাতা বরাবরই আমার আপন৷ আমি ভালো বাংলা বলতে পারি না৷ বাঙালিও নই৷ কিন্তু তাতে কিছু এসে যায় না৷ এটা আমার শহর৷ আর আমিও এই শহরেরই'৷

৩০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে