মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ০৩:২৬:৪৮

ক্যাটরিনার বাড়িতে লুকিয়ে গেলেন রণবীর

ক্যাটরিনার বাড়িতে লুকিয়ে গেলেন রণবীর

বিনোদন ডেস্ক: একেই বলে প্রেমের জ্বালা। ছাড়তে চাইলে আরও জড়িয়ে বসে। এই যেমন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ ৷ চারিদিকে ঢ্যাড়া পিটিয়ে প্রথমে জানান দিলেন, প্রেম আছি!

আবার তারাই কিছু বছর যেতে না যেতে স্পষ্টই জানিয়ে দিলেন অনেক হয়েছে আর নয়! এবার ব্রেক আপ! তারপর কিছু মাস মুখ দেখা বন্ধ, ফের আবার লুকিয়ে দেখা করা! হ্যাঁ, সম্প্রতি এরকমটিই করলেন রণবীর কাপুর। লজ্জার মাথা খেয়ে, সোজা পৌঁছে গেলেন ক্যাটরিনার বাড়িতে।

শোনা যাচ্ছে, ক্যাটরিনার এক বন্ধুকে সঙ্গে নিয়েই ক্যাটের বাড়িতে গিয়েছিলেন নাকি রণবীর! তবে ঠিক কেন গিয়েছিলেন, তা অবশ্য জানা যায়নি৷ শুধু জানা গিয়েছে, ক্যাট কিন্তু ‌আদরের সঙ্গে অভ্যর্থনা জানিয়ে ছিলেন!

এদিকে পরিচালক অনুরাগ সহকারী সুব্রমণি এবার ক্যামেরার ব্যাক-সিটে। ছবির নাম ‘ফুদ্দু’। ফুদ্দু কথায় অর্থ বোকা। যেখানে ফুটে উঠবে বেনারসের একটি ছেলে মোহনের গল্প।

ছবির এক দৃশ্যে দেখা যাবে শোকে কাতর মোহনকে কবিতা শোনাচ্ছেন ক্যাটরিনা আর রণবীর। সম্পর্কের ভাঙা-গড়া দিয়ে এই কবিতার মাঝেই কোমর দোলাতে দেখা যাবে সানিকে। খু শিগগিরি মুক্তি পেতে চলেছে তাঁদের ছবি ‘জাগ্গা জাসুস’
০৯ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে