বিনোদন ডেস্ক : ভারতের মুম্বাই শহর ‘এন্টারটেইনমেন্ট সিটি’ও হয়ে উঠতে পারে বলে আশা প্রকাশ করেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। সম্প্রতি মহারাষ্ট্র সরকারের এক অনুষ্ঠানে গিয়ে তিনি এ আশা প্রকাশ করেন। সেই সাথে তিনি সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান।
মহারাষ্ট্র ইন্ট্যারন্যাশনাল ট্রাভেল মার্টের প্রথম সংস্করণের উদ্বোধনে এদিন এসেছিলেন শাহেনশাহ। ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও।
তিনদিনের এই কর্মকাণ্ডে মহারাষ্ট্রের ভ্রমণ শিল্পকে উজ্জীবিত করে তোলার প্রয়াশ নেওয়া হয়েছে। দেশ ও বিদেশের ভ্রমণশিল্পের সঙ্গে জড়িত মানুষরা তাদের ব্যবসা করতে পারবেন।
এই অনুষ্ঠানেই গুজরাটের অ্যাম্বাসাডার হয়েও মুম্বাইকে বিনোদন নগরী করে তোলার ডাক দিয়েছেন অমিতাভ।
ব্যক্তিগত জীবনের কথা বলে তিনি জানান, এ শহরে এসেই তিনি জীবনের সবকিছু পেয়েছেন। তাই এ শহরের প্রতি তার হৃদয়ের টান। আর তাই তিনি চান কেন্দ্রের সরকারের সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্র সরকারের এই শিল্পে আরও এগিয়ে যাক যাতে একদিন মুম্বই বিনোদন নগরী হিসেবে দুনিয়ায় পরিচিতি পায়।
ভিনরাজ্য ও ভিনদেশ থেকে কেউ মুম্বইয়ে শুটিং করতে চাইলে যাতে সাতদিনের মধ্যেই অনুমতি পেয়ে যায়, সে ব্যাপারেও দেখা হচ্ছে বলে জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে বিগ বি আশাবাদী, তার হৃদয়ের শহর একদিন দুনিয়ার কাছে বিনোদন নগরী হয়ে উঠবে।
৩০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন