বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ০৫:৫৫:২০

ম্যারাথন দৌড়ে অনন্ত-বর্ষা!

ম্যারাথন দৌড়ে অনন্ত-বর্ষা!

বিনোদন ডেস্ক : এই প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রমীলা ম্যারাথন দৌড়। ‘ঢাকা ওমেনস ম্যারাথন’ নামের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে এতে যুক্ত হয়েছেন আলোচিত চলচ্চিত্র তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের উদ্যোগে এটি আয়োজন করেছে এভারেস্ট একাডেমি। আয়োজনটি পরিচালনা করবে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন।

জানা গেছে, আগামী ১২ আগস্ট শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে শুরু হবে ম্যারাথনটি। সকাল ৭টায় অনন্ত জলিল এবং বর্ষা উপস্থিত থেকে ম্যারাথন উদ্বোধন করবেন।

১০ কিলোমিটারের এই ম্যারাথন শুক্রবার সকাল ৭টায় টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগ, কাঁটাবন মোড়, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব মোড়, নিউমার্কেট, আজিমপুর মোড়, পলাশীর মোড়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, শিক্ষা ভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ, ঢাকা অফিসার্স ক্লাব, হলি ফ্যামিলি হাসপাতাল, ইস্কাটন গার্ডেন রোড ও কাজী নজরুল ইসলাম এভিনিউ ইন্টারসেকশন, হোটেল রূপসী বাংলা ও শাহবাগ হয়ে টিএসসিতে এসে শেষ হবে।

ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং মেয়র সাঈদ খোকন উপস্থিত থাকবেন।

এদিকে ম্যারাথনে অংশ নেয়ার জন্য নিবন্ধনের সুযোগ এখনো রয়েছে। এ ‘লিঙ্কের’ ঠিকানায় এটি করা যাবে। ফেসবুকেও জানা যাবে বিস্তারিত।
১০ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে