বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খান হলেও পারিশ্রমিক দিক দিয়ে এগিয়ে আছেন বলিউড ভাইজান সালমান খান। ভাইজানের পরই পারিশ্রমিকের দিক দিয়ে সর্বোচ্চ অবস্থানে আছেন আমির খান। আর বাদশাহ অবস্থান তৃতীয়।
২০১৫ সালের শেষে প্রকাশিত তালিকায় দেখা পাওয়া গেছে প্রথম পাঁচজন সুপারস্টারের পারিশ্রমিকের অংক। এতে দেখা গেছে-
সালমান খান-৬০ কোটিঃ বজরঙ্গী ভাইজানের পর এই মুহূর্তে বলিউডের সবথেকে দামী অভিনেতা সালমান খান। প্রতি ছবির জন্য সলমন ৬০ কোটি টাকা পারিশ্রমিক নেন। সঙ্গে রয়েছে লাভের শেয়ার। নেবেন নাই বা কেন? শুধু ভাইয়ের নামেই যে ৪০০ কোটির ব্যবসা করে ছবি।
আমির খান-৫০ কোটিঃ সলমনের থেকে একটু পিছিয়ে রয়েছেন মিস্টার পারফেরশনিস্ট আমির খান। শেয়ার ছাড়াও ছবি পিছু আমিরের পারিশ্রমিক ৫০ কোটি। শোনা যায় পারিশ্রমিকের সঙ্গে আপস করলেও লাভের শেয়ারের সঙ্গে একচুলও শেয়ার করেন না আমির।
অক্ষয় কুমার-৪০ কোটিঃ প্রায় দু’দশকের খান জমানায় টিকে থেকে আজ যিনি সুপারস্টার তার পারিশ্রমিক যে চমকে দেওয়ার মতো তা তো জানা কথাই। নিত্যনতুন বিষয় নিয়ে ছবি করার নেশায় মশগুল অক্ষয়ের পারিশ্রমিক ছবি পিছু ৪০ কোটি। সঙ্গে রয়েছে লাভের শেয়ার।
শাহরুখ খান-৪০ কোটিঃ বলিউড বাদশা হলেও পারিশ্রমিকের অঙ্কে অন্য দুই খানের থেকে একটু পিছিয়ে রয়েছেন শাহরুখ। গত কয়েক বছরে ব্যবসার নিরিখে সলমন, আমিরের ছবির তুলনায় একটু পিছিয়ে রয়েছে শাহরুখের ছবি। লাভের শেয়ারের পাশাপাশি তাই ছবি পিছু শাহরুখের পারিশ্রমিক ৪০ কোটি।
হৃতিক রোশন-৪০ কোটিঃ ছবি রিলিজ করে কালেভদ্রে। তবুও হৃতিকের ছবি মুক্তি পেলেই হৈ হৈ পড়ে যায়। ছবি পিছু হৃতিকের পারিশ্রমিকও এখন শাহরুখের মতোই ৪০ কোটি। তবে শোনা যাচ্ছে আশুতোষ গোয়ারিকরের আগামী ছবি মহেঞ্জো দারোতে পারিশ্রমিক বেড়েছে তার।
৩০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন