শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬, ০৯:৫৬:৪৩

বাহুবলীর এমন পাঁচটি রেকর্ড যা ভাঙল কাবালি

বাহুবলীর এমন পাঁচটি রেকর্ড যা ভাঙল কাবালি

বিনোদন ডেস্ক : রজনীকান্তের কাবালি থেকে নাকি মাকেটিং স্ট্র্যাটেজি রপ্ত করছে বাহুবলী 2। বক্স অফিস থেকে ৬০০ কোটি টাকা আয় করেছে বাহুবলী। সেখানে সারা বিশ্ব থেকে মাত্রাতিরিক্ত আয় করেছে কাবালি। ২২ জুলাই ৪ হাজার ৫০০টি স্ক্রিনে মুক্তি পাওয়ার পর প্রথম দিনে ৪৮ কোটি টাকা আয় করে কাবালি। সেখানে প্রথম দিনে ৫০ কোটি টাকা আয় করে বাহুবলী। তবে প্রথম দিনের রেকর্ড ভাঙতে না পারলেও বাহুবলীর পাঁচটা রেকর্ড ইতিমধ্যেই ভেঙে দিয়েছে কাবালি।

১. বিদেশে খুব তাড়াতাড়ি ১ মিলিয়ন ডলার আয় করেছে কাবালি : অ্যামেরিকাতে কাবালির প্রিমিয়ারে ফ্যানদের সঙ্গে প্রিমিয়ার শো দেখেছিলেন রজনীকান্ত। অ্যামেরিকাতে ২১ জুলাই রাতে বক্স অফিস থেকে ১৫ লক্ষ টাকা আয় করে ছবিটি। অপরদিকে বাহুবলীর সময় প্রথম রাতে আয় করে ১০ লক্ষ ১০ হাজার ৫৫০ ডলার।

২. কাবালি হলো প্রথম তামিল ছবি যা বিদেশেও ভালো ব্যবসা করে : কাবালি হলো প্রথম তামিল ছবি যা অ্যামেরিকা, নরওয়ে, মালয়েশিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশের বক্স অফিসে রমরমীয় চলে। যদিও বাহুবলী তেলেগু ছবি। তবুও তামিল ভাষাতে ডাব করা হয় ছবিটিকে।

৩. কাবালি প্রথম দক্ষিণী ছবি যা সবচেয়ে কম সময়ে ১০০ কোটি টাকা আয় করেছে : বাহুবলী, দা বিগিনিং দু’দিনে মোট ১৩৫ কোটি টাকা আয় করেছিল। সেখানে দু’দিনে মোট ১৫০ কোটি টাকা আয় করে কাবালি।

৪. কাবালি প্রথম দক্ষিণী ছবি, যা অল্প সময় ২০০ কোটি আয় করে : বক্স অফিসে পাঁচ দিন ধরে চলার পর ২১৩ কোটি টাকা আয় করে বাহুবলী। কিন্তু, পাঁচ দিন নয় মাত্র তিন দিনের মাথাতেই বক্স অফিসে থেকে ২০০ কোটি টাকা আয় করে কাবালি।

৫. বিদেশের মার্কেট থেকে বেশি আয় করে কাবালি : বিদেশের বক্স অফিস থেকে ৭৫ কোটি টাকা আয় করে বাহুবলী। সেখানে সারা বিশ্বের বক্স অফিস থেকে ২৫৯ কোটি টাকা আয় করে কাবালি।
১১ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে