শনিবার, ১৩ আগস্ট, ২০১৬, ১১:৫৪:৩২

শৌচাগার তৈরির কাজে ৫ লাখ রুপি দান করলেন বিদ্যাবালান

শৌচাগার তৈরির কাজে ৫ লাখ রুপি দান করলেন বিদ্যাবালান

বিনোদন ডেস্ক : প্রাইজ মানির কানাকড়িও রাখলেন না নিজের কাছে৷ সম্প্রতি ‘উইমেন আইকন অ্যাওয়ার্ড’-এ পাওয়া ৫লাখ রুপির পুরোটাই বিদ্যা বালান দান করে দিলেন স্বদেশ ফাউন্ডেশনকে৷ ভাবছেন তো হঠাৎ কেন এমন পদক্ষেপ! তাহলে একটু খোলসা করেই বলা যাক। স্বচ্ছ-ভারত অভিযানের আয়তন প্রত্যন্ত গ্রামের শৌচাগার বানানোর ব্যয় বহন করে স্বদেশ ফাউন্ডেশন৷ আর এই কারনেই বিদ্যা তার প্রাইজ মানি ডোনেট করলেন স্বদেশ ফাউন্ডেশনকে৷ আসলে তিনি বরাবরই চাইতেন এই প্রকল্পে কন্ট্রিবিউট করতে৷

স্বচ্ছ ভারত অভিযানের ব্রান্ড আম্বাসাডর বিদ্যা বালন৷ ইতিমধ্যেই স্বচ্ছ ভারত ক্যাম্পেইনিং- এর একাধিক অ্যাডে বেশ সাড়া ফেলেছে বিদ্যা৷ শুধু মুম্বাইতে নয় ইউপি, বিহার সহ বেশ অনেকগুলো যায় গাতেই ক্যাম্পেইনিং-এ দেখা গেছে তাকে৷ বিদ্যার এক বন্ধুর কথায় “বিদ্যা বেশ অ্যাক্টিভলি এই অভিযানের সঙ্গে যুক্ত রয়েছে অনেকদিন, আর বিদ্যা মন থেকে চাইছিলেন এই অভিযানে কিছু কন্ট্রিবিউট করতে৷ সেই ভাবনা থেকেই এমন পদক্ষেপ৷ মজার ব্যাপার এই চেক পাওয়ার পর বেশ চমকেই গিয়েছিল স্বদেশ ফাউন্ডেশন”

সম্প্রতি বেগমজান-এর শুটিং এ ব্যস্ত আছেন তিনি, তবে এসবের মধ্যেও নিজের দায়িত্ব সম্পর্কে বেশ ওয়াকিবহাল তিনি৷ তাই শুটিং ফ্লোরের ব্যস্ততায় ভুললেন না কন্ট্রিবিশনের কথা৷
১৩ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে