রবিবার, ১৪ আগস্ট, ২০১৬, ০২:১৫:৫৩

আমেরিকা না গেলে পারত ‘‌সহিষ্ণু’ শাহরুখ:‌ শিবসেনা

আমেরিকা না গেলে পারত ‘‌সহিষ্ণু’ শাহরুখ:‌ শিবসেনা

বিনোদন ডেস্ক: শাহরুখ বড্ড ‘‌সহিষ্ণু’‌‌!‌‌ তাই বারবার অপমানিত হতে আমেরিকায় যান।‌ মার্কিন বিমানবন্দরে হেনস্থার শিকার শাহরুখকে ঠেস শিবসেনার। লস এঞ্জেলেস বিমানবন্দরে তাঁকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল বলে, শুক্রবার সকালে টুইট করেন শাহরুখ।

বলেন, এর আগেও বেশ কয়েকবার হেনস্থা হতে হয়েছিল তাঁকে। সেই ঘটনার উল্লেখ করে দলের মুখপত্র ‘‌সামনা’‌ তে শিবসেনা বলেছে,  শাহরুখ সেখানে মুখের ওপর বলতে পারতো, এভাবে অপমান করলে আপনাদের দেশে পা রাখবো না আমি। সঙ্গে সঙ্গে দেশে ফিরে আসতে পারতেন তিনি। তাতে আমেরিকার গালেই সপাটে চড়ও মারা হত। দেশপ্রেমও তুলে ধরা যেত।  

গত সাত বছরে তিনবার এধরনের অভিজ্ঞতা হয়েছে শহরুখের। সেই প্রসঙ্গ তুলে কায়দা করে অসহিষ্ণুতা বিতর্কের স্মৃতি খুঁচিয়ে দিয়েছে শিবসেনা। সামনা–‌র মন্তব্য, ‘‌মার্কিন বিমানবন্দরে শাহরুখের সঙ্গে নাকি প্রায়ই এমন ঘটে।‌ তা সত্ত্বেও সহিষ্ণু‌ শাহরুখ বারবার নিজের অপমান করাতে বারবার আমেরিকা যান!‌

নিজের পরিচয় পত্র দেখিয়ে বিমানবন্দর থেকেই ফিরে আসা উচিত ছিল শাহরুখের। আমেরিকা প্রত্যেক মুসলিমকেই সন্ত্রাসী ভাবে।’‌ শিবসেনা আরও দাবি করেছে, শাহরুখের মত বলিউডের ‘‌খান’‌  রাই কাশ্মীরি যুবকদের ‘‌সঠিক পথ’‌ দেখাতে পারেন।

তাঁরা নিয়মিত টুইটারে বার্তা দিলেই হিংসা ছেড়ে বেরিয়ে আসতে পারবে ওরা। ‘‌সামনা’‌–র সম্পাদকীয়–তে অসহিষ্ণুতা প্রসঙ্গে আমির খানের মন্তব্যের সমালোচনাও করা হয়েছে। সেই সময় যে সমস্ত শিল্পীরা সরকারি পদক ফিরিয়ে দিয়েছিলেন তাঁদের সম্পর্কেও কটাক্ষ করা হয়েছে।-আজকাল

১৪ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে