বিনোদন ডেস্ক : বিতর্ক উসকে দিয়ে ভারতের স্বাধীনতার দিন ফের বার্তা এল পাকিস্তানের বালোচিস্তান প্রদেশ থেকে৷ স্বাধীন বালোচ জাতির আন্দোলন ও সেখানে পাকিস্তান সরকারের বিতর্কমূলক অবস্থান নিয়ে সিনেমা তৈরি করুন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান৷ এমনই বার্তা দিলেন বালোচ রিপাবলিকান পার্টির প্রধান নেতা বারহুমদাগ বুগতি৷
প্রয়াত বালোচ কিংবদন্তি নেতা নবাব আকবর বুগতির পৌত্র বারহুমদাগ বুগতির এই মন্তব্য ঘিরে তীব্র আলোড়ন ছড়িয়েছে পাকিস্তানে৷ বালোচ নেতার মন্তব্যকে তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা৷
রবিবার ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি বালোচদের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়েছেন৷ তিনি বলেন, সন্ত্রাসবাদকে বাড়তে দিয়ে বিপদ ডেকে এনেছেন পাকিস্তান৷ এর আগে সর্বদল বৈঠকে বালোচিস্তানের আন্দোলনের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন তিনি৷ তারপরেই বালোচ নেতা বারহুমদাগ বুগতি মন্তব্য করেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উচিত বালোচিস্তানের বিষয়ে হস্তক্ষেপ করা৷
পাকিস্তান সরকার যেভাবে অধিকৃত কাশ্মীর ও জম্মু-কাশ্মীরকে নিয়ে লাগাতার উসকানি দিয়ে যাচ্ছে৷ ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আবদুল বাসিত পাকিস্তানের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জম্মু-কাশ্মীরকে অধিকৃত কাশ্মীরের সঙ্গে সংযুক্ত করার কথা বলেছেন৷ পাক সরকারের এই অবস্থানের জবাবে মোদির বালোচিস্তান নীতি রীতিমত কড়া জবাব৷
এরকমই মনে করেছেন বিশেষজ্ঞরা৷ বালোচ জাতির অধিকার নিয়ে আন্দোলন দমাতে পাক সরকারের লাগাতার মানবতা বিরোধী পদক্ষেপের সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার ভাষণের পরই বালোচ রিপাবলিকান পার্টির প্রধান যেভাবে নিজেদের আন্দোলনের বিষয়ে অমিতাভ ও শাহরুখকে দিয়ে চলচ্চিত্র তৈরির আহ্বান জানালেন তাতে বিতর্ক আরো জমাট হলো৷
১৫ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই