বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩১:৫৯

যে কারণে বন্ধ হলো জনপ্রিয় সিকান্দার বক্স

যে কারণে বন্ধ হলো জনপ্রিয় সিকান্দার বক্স

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নাটক ‘সিকান্দার বক্স’।  ঈদ এলেই নাটকটি দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা।  গত কয়েক বছর ধরেই বিনোদনের খোড়াক জুগিয়েছে নাটকটি।  নাটকের প্রধান চরিত্র সিকান্দার বক্সের খ্যাতি এখন দেশজুড়ে।

সিকান্দারের হাঁটা-চলা, অঙ্গভঙ্গি কিংবা কথাবার্তা সবকিছুই অনুসরণ করে দর্শকরা।  মানুষের যাপিত জীবনের প্রভাব বিস্তার করে আছে সিকান্দার বক্স। সিকান্দার বক্স-এর ডায়লগগুলো এখন মানুষের মুখে মুখে।  

ঈদের দিন থেকে বাংলাভিশনে নাটকটি প্রচার শুরু হয়।  শুরুর দিন থেকে নাটকটি দেখার চরম উন্মাদনায় ছিল দর্শকরা।  ছয় পর্বের শেষ পর্বটি প্রচারের মাধ্যমে ইতি টানলো সিকান্দার বক্স সিরিজটি।  আগামী ঈদে আর নাটকটি দেখা যাবে না।

নির্মাতা সাগর জাহান তিলে তিলে নাটকটিকে দাঁড় করিয়েছেন।  নাটকটির নির্মাণ বন্ধ করলে অনেকেই তাকে হত্যার হুমকিও দিয়েছে বলে গণমাধ্যমকে জানান তিনি।  কতটা ভালোবাসা থাকলে একজন ভক্ত এমনটা করে বলেন তিনি।  দর্শকদের ভালোবাসায় সত্যিই আমি মুগ্ধ।  নাটকটি বন্ধ করার জন্য ভক্তদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।

নাটকটি শেষ করার কারণ হিসেবে তিনি বলেছেন, সব সুন্দরেরই একটা শেষ আছে।  তাই ভালো থাকতেই নাটকটা শেষ করছি।  সিকান্দার বক্সের সমাপ্তিটা সুন্দরভাবে করতে পেরেছি বলেই ভালো লাগছে।    
৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে