বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪৭:০৯

নিউইয়র্কে ইতিহাস তৈরি করলেন প্রিয়াঙ্কা

নিউইয়র্কে ইতিহাস তৈরি করলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : নিউইয়র্কে ইতিহাস তৈরি করলেন প্রিয়াঙ্কা চোপড়া।  পোস্টারে মুড়ে ফেলা হয়েছিল গোটা নিউইয়র্ক শহর।  মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকো আক্ষরিক অর্থেই মার্কিন টিভি চ্যানেলের ইতিহাসে নজির গড়ল।  রোববার রাতে কোয়ান্টিকোর দর্শকসংখ্যা ছিল কোনো নির্দিষ্ট টাইম স্লটে ৩ বছরে সর্বোচ্চ।

২৭ সেপ্টেম্বর কোয়ান্টিকোর প্রথম এপিসোড সম্প্রচারিত হয়।  সেদিন রাতে রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সব চ্যানেলকে ছাপিয়ে কয়েক লাখ দর্শক টেনে নেয় কোয়ান্টিকো।

ABC (আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানি)-এর দেয়া তথ্য বলছে, সেদিন NBC-এর বিগ সানডে নাইট ফুটবল, CBS-এর NFL-ও দর্শক সংখ্যায় টেক্কা দিতে পারেনি কোয়ান্টিকোকে।  ১০টায় কোয়ান্টিকো শুরু হতেই ABC-এর দর্শক সংখ্যা দাঁড়ায় মোট ১ কোটি ১২ লাখ।  

ওইদিন ৭ টা থেকে ১১টার মধ্যে সবচেয়ে বেশি মানুষ দেখেন কোয়ান্টিকো। ২০১২ সাল থেকে এখনো পর্যন্ত এত দর্শক একই সময়ে ABC দেখেননি। হু-হু করে বাড়তে থাকে গ্রাফ।  দর্শকদের মধ্যে বেশির ভাগই ছিলেন যুবক-যুবতী।
৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে