বিনোদন ডেস্ক : যে রাঁধে সে চুলও বাঁধে- এই প্রবাদটি কলম্বিয়ান পপ তারকা শাকিরার চেয়ে এই মুহূর্তে হয়তো আর কারও জন্যই বেশি কার্যকরী নয়! শুধু কি সঙ্গীত, না সঙ্গীতের সাথে সমানতালে চালিয়ে যাচ্ছেন সংসারও।
এবার সন্তান লালন-পালন সংক্রান্ত বিষয়ে অভিভাবকদের সঙ্গে নানা দিক নিয়ে পরামর্শ ও চিন্তাভাবনা ভাগাভাগি করবেন শাকিরা।
এ লক্ষ্যেই একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করতে যাচ্ছেন এই পপ তারকা। চলতি বছরের শেষের দিকে অ্যাপটি চালু হওয়ার কথা রয়েছে।
দুই বছরের ছেলে মিলান এবং নয় মাসের মেয়ে সাশাকে নিয়ে স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে আর শাকির দম্পতির সংসার। মা হিসেবে যথেষ্ট অভিজ্ঞ শাকিরা।
শাকিরা বলেছেন, মা হিসাবে সব সময়ই আমি নতুন কিছু শিখতে চাই। আমি জানি, এমন অনেক মা আছেন যারা সন্তানদের বড় করার ব্যাপারে বিভিন্ন পরামর্শ চান। সেই ভাবনা থেকেই এই অ্যাপটি।
তিনি জানান, বিশেষত নতুন মায়েদের ক্ষেত্রে এই অ্যাপটি শিক্ষকের কাজ করবে। যারা একাই থাকেন, সন্তানের দৈনন্দিনের খুঁটিনাটি সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন। সন্তান অসুস্থ হলে তার প্রাথমিক চিকিৎসার বিষয়েও পরামর্শ দেবে অ্যাপটি।
দুই হাজারেরও বেশি পরামর্শসহ, শিশুর খেলা-ধূলা, বেড়ে উঠা ও নানা বিষয় নিয়ে বিস্তারিত থাকবে ওই মোবাইল অ্যাপটিতে।
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে 'ওয়াকা ওয়াকা' গান গেয়ে ফুটবল বিশ্বকে মাত করে দিয়েছিলেন শাকিরা। সেই গান এখনও ফুটবলপ্রেমীদের মুখে মুখে ফেরে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের জন্য 'লা লা লা' শিরোনামে শাকিরার গাওয়া গানটিও ব্যাপক সারা জাগায়। সূত্র: ডিএনএইন্ডিয়া
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে