বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ১১:৪০:৫৭

চিত্রনায়ক ফারুকের জন্মদিন আজ, তবে ফারুক বলেছেন ভিন্নকথা

চিত্রনায়ক ফারুকের জন্মদিন আজ, তবে ফারুক বলেছেন ভিন্নকথা

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক ফারুকের জন্মদিন আজ ১৮ আগস্ট (বৃহস্পতিবার)। তবে ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রয়ানের পর আর কখনোই নিজের জন্মদিন বিশেষভাবে উদ্যাপন করেননি কিংবদন্তী এই নায়ক।

ছোটবেলা থেকেই তার জন্মদিন বিশেষভাবে উদ্যাপিত হতো না। কারণ মাত্র আট বছর বয়সে ফারুক তার মা আফজালুন্নেসাকে হারিয়েছেন। মাকে হারানোর পর থেকেই যেন ফারুক জীবন সংগ্রামে পড়ে যান। তাই জন্মদিন নিয়ে কখনোই তার বিশেষ কোন আগ্রহ ছিলো না।

জন্মদিনে দুটি স্যাটেলাইট চ্যানেলে তিনি দুটি ভিন্ন অনুষ্ঠানে হাজির হবেন। একটি বৈশাখী টিভির ‘ধালাপন’ এবং অন্যটি চ্যানেল আইয়ের ‘তারকা কথন’।

তবে ফারুক বলেন ভিন্নকথা। ফারুক বলেন, আমার জন্মদিনে দুটি চ্যানেলের নিমন্ত্রণে আমি ঠিকই দুটি অনুষ্ঠানে যাচ্ছি। কিন্তু জন্মদিন নিয়ে আমার মাঝে তেমন কোন বিশেষ অনুভূতি নেই।
কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমাকে খুব আদর করতেন। আর আগস্টেই আমরা তাকে নির্মমভাবে হারিয়েছি। সেই শোক আজও ভোলার নয়। তাই তার শোকেই কাটে এই মাসটি।
নিজের জন্মদিন নিয়ে তাই কোনই আগ্রহ থাকেনা। আরেকটু বিশেষত বলতে চাই আমার বোন মাননীয় প্রধানমন্ত্রী কতোটা কষ্ট বুকে চেপে রেখে আমার দেশের সাধারণ মানুষের কথা ভাবেন তা অনুধাবণ করতে পারি। এটা সবাই অনুধাবণ করতে পারেনা।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ১৮ মার্চ বৃহস্পতিবার পরিচালক এইচ আকবর এবং ফারুক শাহজালাল (রঃ) মাজারে গিয়েছিলেন জিয়ারত করতে। সেখান থেকে ফিরে এসেই ফারুক অভিনীত প্রথম সিনেমা মুক্তি পায় ২৫ মার্চের আগেই।

ফারুক অভিনীত অন্যান্য সিনেমাগুলো হচ্ছে —ধাবার তোরা মানুষ হ, লাঠিয়াল, সুজন সখি, নংনমণি, মাটির মায়া, সারেং বউ, গোলাপী এখন ট্রেনে, দিন যায় কথা থাকে, নাগর দোলা, ছোট মা, কথা দিলাম, দোস্তী, সূর্য সংগ্রাম, হাসু আমার হাসু, সুদ আসল, সাহেব, শিমুল পারুল, বন্ধু আমার, ঝিনুক মালা, পরীস্থান ইত্যাদি।-মানবকন্ঠ
১৮ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে