রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ০১:০৯:৪৯

সালমানের 'টিউবলাইট'-এ গান গাইবেন অরিজিৎ সিংহ

সালমানের 'টিউবলাইট'-এ গান গাইবেন অরিজিৎ সিংহ

বিনোদন ডেস্ক: সালমান খানের পরবর্তী ছবি ‘টিউবলাইট’-এ গান গাইবেন অরিজিৎ সিংহ। অরিজিৎ নিজেই এ কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই সালমানের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ। তাঁদের ঠান্ডা লড়াই প্রকাশ্যে আসে। বলিউডের অন্দরের খবর, দিন কয়েক আগে কোনও এক অনুষ্ঠানে সালমান খানকে সকলের সামনে অপমান করেন গায়ক। এরপর একাধিক মাধ্যমে নিজের ব্যবহারের জন্যে ক্ষমা চাইলেও, সালমান পুরো বিষয়টা উপেক্ষা করে যান। পরে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চান অরিজিৎ।

সূত্রের খবর, শোনা যায়, অরিজিৎ তাঁর কোনও ছবিতে গান করুক, তা চান না সালমান। কখনও একসঙ্গে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নেন সালমান। এই বিতর্কের মাঝেই অরিজিৎ জানিয়েছেন, সালমানের আসন্ন ছবি ‘টিউবলাইট’-এ গান গাইবেন তিনি।

তিনি আরও বলেন, সম্প্রতি এমনটা চাউর হয়েছিল যে, আমি নাকি কখনও সালমানের ছবিতে গান গাইব না। এমন অহংকারী এবং অযাচিত মন্তব্য করার আমি কে? আমি নিজেই সালমানের খুব বড় ভক্ত। পুরোনো ঘটনা আর মনে রাখতে চাই না।

কবির খান পরিচালিত এই ছবির শ্যুটিংয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সালমানের বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন চিনা অভিনেত্রী ঝু ঝু।-এবিপি আনন্দ

২১ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে