মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ১০:২০:০৩

আবারো ১০০ কোটির ক্লাবে অক্ষয়

আবারো ১০০ কোটির ক্লাবে অক্ষয়

বিনোদন ডেস্ক : খানদের দাপটের কথা যতই শোনা যাক না কেন বক্স অফিসের আসল খিলাড়ি একজনই। তিনি হলেন অক্ষয় কুমার। চলতি বছরে এই বলিউড অভিনেতার তিন তিনটি ছবিই জায়গা করে নিলো একশ' কোটির শিবিরে।

প্রথমে নাম লিখিয়েছিল অক্ষয়ের ‘এয়ারলিফ্ট’। ১০০ কোটি আয় করতে এই ছবির লেগেছিল ১০ দিন। এরপর ‘হাউসফুল থ্রি’ সমালোচিত হয়েও ১৩ দিনে পেরিয়েছিল এই গণ্ডি। তবে সবচে' বেশি দ্রুত এই পথ পাড়ি দিলো 'রুস্তম'। মাত্র ৯ দিনে এই লাইনকে ছুঁয়ে ফেলল অক্ষয়ের এই সাম্প্রতিকতম অবতার৷

'রুস্তম'র বাজেট ছিল ৫০ কোটি। আর এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন ১৫০ কোটি ছাড়িয়ে গেঠে। একই দিনে মুক্তি পেয়েছিল হৃত্বিকের ‘মহেঞ্জোদারো’ও। একশো কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়েছে সেই ছবিও। তবে পরিসংখ্যানের  নিরিখে ‘রুস্তম’-এর চাইতে অনেকটাই পিছিয়ে। নয় দিনে এই ছবির আয় মাত্র ১০৩ কোটি।
২৩ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে