বিনোদন ডেস্ক : না! হেডিং দেখে ঘাবড়ে যাবেন না। অজয় দেবগণের সঙ্গে তার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা হয়নি। ফলে ছেলে-মেয়েদের একসঙ্গেই বড় করে তুলছেন এই সেলেব দম্পতি। তবে কাজল এ বার ‘সিঙ্গল মাদার’ রিল লাইফে।
২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অনেক রকম চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী। কিন্তু এ বারের চরিত্র নাকি অনেক বেশি চ্যালেঞ্জিং। পরিচালক রাকেশ সাথীর ডেবিউ ফিল্মে এমনই একটি চরিত্রে কাজ করবেন তিনি। যেখানে আট বছরের সন্তানকে নিয়ে একার লড়াই শুরু করবেন এক মা। স্বামী তাকে ছেড়ে চলে যাওয়ার পর সন্তানকে নিয়ে শুরু হয় তার বেঁচে থাকার লড়াই। শোনা যাচ্ছে এই ছবিতে কাজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অজয় দেবগণও। রোহিত শেটির ‘দিলওয়ালে’র পর ফের এই ছবিতে নাকি দুরন্ত কামব্যাক হবে নায়িকার।
২৪ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই