বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ১০:৫৪:০৫

এবার রণবীরের বাবার ভূমিকায় আমির খান!

এবার রণবীরের বাবার ভূমিকায় আমির খান!

বিনোদন ডেস্ক : সঞ্জয় দত্তের জীবনকাহিনি নিয়ে ছবি তৈরি করছেন পরিচালক রাজকুমার হিরানি। আর সেই ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। এই সব তথ্য কমবেশি এখন অনেকেরই জানা। তবে এই ছবি সংক্রান্ত যে তথ্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তা হলো ছবিতে সুনীল দত্তের ভূমিকায় কে অভিনয় করবেন।

বলিউডে এখন জোর গুঞ্জন, সুনীল দত্তের চরিত্রে অভিনয়ের জন্যে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কাছে গেছেন রাজকুমার হিরানি। যদি আমির খানকে রাজি করাতে সফল হন রাজকুমার হিরানি, তাহলে ভারতীয় ছবির ইতিহাসে তৈরি হবে এক নতুন মাইলফলক।

আমির খান যে সঞ্জয় দত্তের খুবই কাছের বন্ধু এ তো সবারই জানা। তবে একটা খটকা থেকেই যাচ্ছে। সুনীল দত্তের চেহারা ও ব্যক্তিত্বের সঙ্গে বিন্দুমাত্র মিল নেই আমির খানের। সেক্ষেত্রে সুনীল দত্তের চরিত্রে তাকে দর্শক কতটা মেনে নেবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তাছাড়া আমির আদৌ রণবীর কাপুরের বাবার চরিত্রে অভিনয় করতে রাজি হবেন কি না, তা নিয়েও বিস্তর জল্পনা কল্পনা শুরু হয়েছে।
২৪ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে