বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০১৫, ০৯:২৮:৪৯

ঐশ্বরিয়ার নাচ ও এআর রহমানের সুরে মাতবে পুরো স্টেডিয়াম

ঐশ্বরিয়ার নাচ ও এআর রহমানের সুরে মাতবে পুরো স্টেডিয়াম

বিনোদন ডেস্ক: বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের নাচ এবং অস্কার বিজয়ী গীতিকার,সুরকার ও শিল্পী এআর রহমানের গানে মাতবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এবারের ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) উদ্বোধনী অনুষ্ঠান। দীর্ঘ দিন আড়ালে থাকার পর আবার আইএসএলের মঞ্চ মাতাবেন ঐশ্বরিয়া। বিয়ের আট বছর পর পর্দায় আবার দেখা যাবে তাঁকে। কিন্তু সিনেমায় দেখার আগে, অসংখ্য ভক্ত সুযোগ পাবেন টিভি-র পর্দায় লাইভ শো-এ তাঁকে দেখার।

মা হওয়ার পরে তো নয়ই, এমনকী সেই ২০০৭-এ বিয়ের পর থেকেও তাঁকে হাতে গোনা কয়েকটা অনুষ্ঠানে ছাড়া দেখা যায়নি। আর সে সব অনুষ্ঠানে তিনি হাজির ছিলেন মূলত অতিথি হিসেবে। কিন্তু আগামী শনিবার, চেন্নাইয়ে আবার দেখা যাবে সেই চেনা ঐশ্বরিয়াকে। ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে। যেখানে শুধু থাকবেনই না, ঐশ্বরিয়া রীতিমতো নাচবেনও।

থাকছেন অস্কারজয়ী, আধুনিক বলিউড কিংবদন্তি এ আর রহমানও। সেই ১৯৯৭ থেকে তামিল ছবি ইরুভার দিয়ে যে পার্টনারশিপ শুরু, সেই ঐশ্বরিয়া-রহমান যুগলবন্দি আবার মাতাতে চলেছে দর্শকদের।

কী ভাবে পারফর্ম করতে রাজি করানো গেল ঐশ্বরিয়াকে? আইএসএলের টাটকা সম্প্রচারের দায়িত্বে থাকা স্টার স্পোর্টসের এক কর্তা মুম্বাই থেকে ফোনে এ দিন বলছিলেন, ‘দুটো ব্যাপার আমাদের দিকে গিয়েছে। বিয়ের পর ঐশ্বরিয়া প্রথম যে ছবিটা করেছে, সেই ‘জজবা’ রিলিজ করছে পরের সপ্তাহে (৯ অক্টোবর)। ফলে আইএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে সেই ছবির একটা প্রচারও হয়ে যাচ্ছে। তার উপর চেন্নাইয়ান ফুটবল টিমের মালিক তো স্বয়ং অভিষেক বচ্চন। চেন্নাইটা বলা যায় বচ্চনদেরই এক রকম হোম গ্রাউন্ড।’
    
উদ্বোধনী অনুষ্ঠানের যে এক্সক্লুসিভ নির্ঘণ্ট হাতে পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে তিনটে প্রধান আইটেম। ১) ঐশ্বরিয়ার নাচ, ২) এ আর রহমান এবং তাঁর মিউজিক্যাল ট্রুপের পারফরম্যান্স। ৩) আলিয়া ভট্ট-অর্জুন কপূরের ডুয়েট শো। কোরিওগ্রাফার শামক দাভার। থাকবেন ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসের শো ডিরেক্টর বংশী কলও।

এও জানা গিয়েছে, ঐশ্বরিয়া নাচবেন তাঁর অভিনীত ছবির বিভিন্ন হিট গানের মেডলির সঙ্গে। ঠিক কোন গানগুলোর সঙ্গে বলিউড সুপারস্টার নাচবেন, সেটা অবশ্য গোপন রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট মহলের অনেকেরই ধারণা, এ আর রহমানের হিট গানও সম্ভবত তার মধ্যে বেশ কিছু থাকছে।

বুধবার রাতে জওহরলাল নেহরু স্টেডিয়াম ঘুরে দেখা গেল, উদ্বোধনের জোরদার মহড়া চলছে। স্বাভাবিক ভাবেই বলিউড তারকারা বা তাঁদের টিম এখনও অনুপস্থিত। আগামী দু’দিনের মধ্যে তাঁদের এখানে চলে আসার কথা। এ দিন সন্ধ্যা সাতটা নাগাদ স্থানীয় শিল্পীরা নাচের মাধ্যমে তুলে ধরছিলেন ‘স্পিরিট অব সাউথ’ থিম। প্রত্যেক শিল্পীর হাতে একটা করে ‘দরজা’র প্রতিকৃতি। যাকে স্থানীয় ভাষায় বলা হয় গোপুরাম— দক্ষিণের মন্দিরের দরজা। উদ্বোধনী অনুষ্ঠানে সেই দরজা মাথায় নিয়েই নাচতে দেখা যাবে স্থানীয় শিল্পীদের।

একই সঙ্গে মাঠ জুড়ে রাখা হয়েছে প্রত্যেক দলের ফুটবলারদের পোস্টার। যা উদ্বোধনের দিন মাঠের ধারে সাজিয়ে দেওয়া হবে।  

আইএসএলের ঢাকে কাঠি পড়তে আর বাহাত্তর ঘণ্টা বাকি। কিন্তু চেন্নাই শহরকে দেখে তা মনে হওয়ার জো নেই। উত্তাপ টের পাওয়া যাচ্ছে স্টেডিয়ামে ঢোকার পরেই। যেখানে শুরু হয়ে গিয়েছে ফাইনাল কাউন্টডাউন!
১ অক্টোবর,  ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে