সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ০৭:৪০:৩৯

বলিউডের ছোটবেলার জনপ্রিয় মুখগুলি আজ কে কি করছেন?

বলিউডের ছোটবেলার জনপ্রিয় মুখগুলি আজ কে কি করছেন?

বিনোদন ডেস্ক : অদিতি ভাটিয়া : বলিউড ছবি ‘দ্য ট্রেন’-এ ইমরান হাসমির সঙ্গে যে শিশুশিল্পী অভিনয় করেছিল, তার নাম অদিতি ভাটিয়া। বড় হয়ে এই নায়িকা জনপ্রিয় টিভি শো ‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’ ও ‘তশন-এ-ইশক’-এ অভিনয় করেছেন।

জেনিফার উইঙ্গেট : ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন অভিনীত ছবি ‘কুছ না কহো’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় ‘কুমুদ’। এছাড়াও ‘রাজা কো রাণি সে পেয়ার হো গ্যয়া’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘সরস্বতীচন্দ্রা’-তে অভিনয় করে বহুল জনপ্রিয়তা অর্জন করেন জেনিফার উইঙ্গেট।

অনুজ পণ্ডিত শর্মা : হৃত্বিক রোশন অভিনীত জনপ্রিয় ছবি ‘কোই মিল গয়া’-তে বেশ কিছু শিশুশিল্পী অভিনয় করেছিলেন। তাদের মধ্যে নজর কেড়েছিল ছোট্ট এই পঞ্জাবি ছেলেটি। নাম অনুজ পন্ডিত শর্মা। এই অভিনেতা পরবর্তীকালে ‘ক্রাইম পেট্রল’, ‘পরভরিশঃ সিজন ২’-তে অভিনয় করেছেন।

আলিয়া ভাট্ট : বর্তমানে বড় পর্দার জনপ্রিয় মুখ আলিয়া ভাট্ট। তিনিও তার শিশুকালে বলিউড ছবি ‘সংঘর্ষ’-তে অভিনয় করেন। বড় হয়ে ক্যারিয়ার শুরু করেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে। একের পর এক হিট ছবি দিয়ে বলিউডে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন আলিয়া।

সানা সাইদ : ‘কুছ কুছ হোতা হ্যয়’ ছবির ছোট্ট অঞ্জলিকে অনেকেরই মনে আছে। বড় হয়ে এই অভিনেত্রী কাম ব্যাক করেছেন করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির হাত ধরে। বর্তমানে তিনি মডেলিংও করেন।

বৎসল শেঠ : এই অভিনেতা ছোটবেলায় ‘জাস্ট মহব্বত’ নামে একটি টিভি শো করছেন। পরবর্তীকালে ‘টারজানঃ দ্য ওয়ান্ডার কার’ ছবিতে তাকে নায়ক হিসাবে অভিনয় করতে দেখা গিয়েছে।

হংসিকা মাটওয়ানি : হৃত্বিক রোশন অভিনীত জনপ্রিয় ছবি ‘কোই মিল গয়া’-তে হংসিকা মাটওয়ানি শিশুশিল্পী হিসেবে অভিনয় প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বড় হয়ে তাকে বহুবার বড় পর্দায় দেখা গিয়েছে।

কুনাল খেমু : আমির খান অভিনীত ‘রাজা হিন্দুস্থানি’ ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করে প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা কুনাল খেমু। পরবর্তীকালে একজন সফল অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

আলি হাজি : অভিনেতা আলি হাজি তার ছোটবেলায় ‘কভি খুশি কভি গম’, ‘পার্টনার’, ‘তারা রাম পাম’ প্রভৃতি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও আমির খান ও কাজল অভিনীত ‘ফনা’ ছবিতে অভিনয়ের জন্যই দর্শক তাকে মনে রাখবেন।

আদিল রিজভি : আমির খান অভিনীত ‘একেলে হাম আকেলে তুম’ ছবিতে আমির খান ও মনীষা কৈরালার ছেলের চরিত্রে শিশুশিল্পী হিসাবে অভিনয় করেছিল আদিল।

কিংশুক বৈদ্য : শিশুদের কাছে জনপ্রিয় টিভি শো ‘সাকা লাকা বুম বুম’-এর মুখ্য খুদে চরিত্রে অভিনয় করেছিলেন কিংসুক বৈদ্য। এছাড়াও, কাজল, অজয় দেবগণ ও ঋষি কাপুর অভিনীত ‘রাজু চাচা’ ছবিতেও অভিনয় করেছিলেন। বর্তমানে তিনি সোনি টেলিভিসনে ‘এক রিস্তা সাঝেদারি কা’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন।
২৯ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে