 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বিনোদন ডেস্ক : আসছে কোরবানী ঈদে বৈশাখী টিভির জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘রাজকুমারী’। এখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন লাক্স তারকা মেহরিন ইসলাম নিশা। রুপান্তরের রচনায় পিকলু চৌধুরীর পরিচালনায় নাটকটিতে আরো অভিনয় করবেন ইন্তেখাব দিনার, নাঈম, মাহমুদুল হাসান মিঠু, সোয়েব মনির, সেলিম আহমেদ প্রমুখ।
নাটকটিতে কাজ করা নিয়ে নিশা বলেন, ‘বেশ চমকপ্রদ একটি গল্পে কাজ করলাম। খুব ভালো লাগলো। এখানে একদিকে কমেডি আছে অন্যদিকে আছে থ্রিলারের রোমাঞ্চ। বেশ এনজয় করেছি। দর্শতদেরও ভালো লাগবে প্রত্যাশা করি।’
তিনি নাটকের গল্প সম্পর্কে বলেন, ‘রাজকুমারী’ মূলত দুই বন্ধুর গল্প। তারা টম এন্ড জেরির মত লেগে থাকে একজন আরেকজনের সাথে। দুইজনই খুব অলস। একদিন ঘটনাক্রমে তাদের জীবনে এক রাজকুমারী আসে। দুজনই স্বপ্ন দেখে তাকে বিয়ে করার। ধীরে ধীরে গল্পের কাহিনি সাসপেন্স নিয়ে এগিয়ে চলে।
‘রাজকুমারী’ প্রচারিত হবে বৈশাখী টিভিতে ঈদের ৪র্থ দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। -জাগো নিউজ
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম