 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বিনোদন ডেস্ক : সঞ্জয় লীলা বনশলীর আগামী সিনেমা ‘পদ্মাবতী’-তে ফের একসঙ্গে দেখা যাবে রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনকে। বনশলীরই ‘বাজীরাও মস্তানি’-তে অভিনয় করেছিলেন এই জুটি। রণবীর ও দীপিকার সম্পর্ক নিয়ে এমনতিই কানাঘুষা চলছে বলিউডে। রণবীরই দীপিকার বয়ফ্রেন্ড বলে গুজব। যদিও এ নিয়ে দুজনের পক্ষ থেকে কোনো কিছুই বলা হয়নি। তাদের সম্পর্কের রসায়ন ‘বাজীরাও মস্তানি’-তে দর্শকদের মুগ্ধ করেছিল। এবার আরো এক ঐতিহাসিক সিনেমায় জুটি বাঁধছেন তারা।
এই সিনেমায় পারিশ্রমিকের পরিমাণ নিয়েও গুঞ্জন তৈরি হয়েছে। কোনো কোনো মহলের খবর, এই সিনেমার জন্য দীপিকা পাচ্ছেন প্রায় ১১ কোটি টাকা। পারিশ্রমিকের ক্ষেত্রে তিনি রণবীরকে টেক্কা দিয়েছেন।
যদিও বনশলীর মুখপাত্র এ ধরনের খবর উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘পদ্মাবতী’-র শিল্পীদের পারিশ্রমিক নিয়ে যে খবর বেরিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এ নিয়ে যে গুজব রটেছে তা একেবারেই ভিত্তিহীন।
উল্লেখ্য, এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেয়া যাবে বলিউডের চকলেট বয় শহিদ কাপুরকে।
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                